শেখ রিদওয়ান হোসাইন
বাংলাদেশ প্রিমিয়ার লীগে আজ ঢাকা মোহামেডানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ঢাকা আবাহনী। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীকে এরকম উড়িয়ে দিবে মোহামেডান তা সবার কল্পনার বাইরে ছিলো। কারণ,লীগ টেবিলে এই মোহামেডানের স্থান ছিলো দশম। প্রায় ৪ বছর পর ঢাকা আবাহনীর বিপক্ষে জয়ের দেখা পেলো ঢাকা মোহামেডান।
একসময়ের চরম উত্তেজনাপূর্ন এ ম্যাচ এখন যেনো পুরোটাই নির্বিষ। দল বেঁধে আর আবাহনী আর মোহামেডানের খেলা দেখতে যাওয়া হয় না স্টেডিয়ামে। তবুও যেনো আজ খানিক উত্তাপ ঝরলো স্টেডিয়ামে।
মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড আহমেদ তখলিশ। ম্যাচের ১৬ এবং ৪৫+২ গোল দুটি করেন তখলিশ। অন্যদুটি গোল আসে সোলায়মান ডিবেট এবং জাহিদ হাসান এমিলির পা থেকে।
১ টি গোল ছাড়াও সোলায়মান ডিবেট করেন দুটি এসিস্টও।
এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকায় ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে মোহামেডান। তবে বিশাল হারের পরও পয়েন্ট তালিকায় হেরফের হয় নি ঢাকা আবাহনীর। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়।