চার দফা দাবিতে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের অান্দোলন অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ নিয়ে টানা ১১দিনের মতো অান্দোলন করছেন শিক্ষার্থীরা।
সিলেট নার্সিং কলেজ থেকে মিছিল শুরু হয়ে ওসমানী মেডিকেল কলেজ ঘুরে গিয়ে আবার নার্সিং কলেজে গিয়ে শেষ হয়।
কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিঁথি শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দাবির পক্ষে বক্তব্য দেন কোষাধ্যক্ষ তানজিনা তিথী, সাংগঠনিক সম্পাদক আমীর হামজা, সামনান গালীব আশরাফ, আখি শর্মা, কাবেরী দাস, অলোকা বর্মণসহ আরো কয়েকজন শিক্ষর্থী।
কলেজের শিক্ষার্থীরা বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা ও বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।