দোয়ারা বাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজারে বন্য মহিষের আক্রমণে ত জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর)বিকাল ২ঘটিকার বন্য গ্রামবাসীদের আক্রমণ করে ।স্থানীয় সূত্রে জানাযায় ভোর বেলা কতিপয় ব্যবসায়ীরা প্রতিবেশী দেশ ভারত থেকে ব্যবসার জন্য ২০থেকে ৩০টি মহিষ চোরা পথে নিয়ে আসে।মহিষগুলার মধ্যে একটি বন্য মহিষও ছিল। ব্যবসায়ীরা বুঝতে পেরে নিজেরা আত্নরক্ষা করেন এবং এলাকাবাসীকে সতর্ক করেন।বিশেষ সুত্রে জানাযায় দোয়ারা বাজারের বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে বন্য মহিষটি বেপরোয়া হয়ে লোকজনের উপর আক্রমণ করে।প্রথমে ইব্রাহিম নামে (২৪) পিতা দুলা মিয়ার ছেলেকে অতর্কিত আক্রমণ করে এতে তার হাত,পা,ভেংগে যায়।স্থানীয় লোকজন তাকে মহিষের হাত থেকে রক্ষা করে মহিষটিকে তাড়া করলে মহিষটি আরো উত্তেজিত হয়ে কলাউড়া নদীর পূর্বপাড়ে গিয়ে আলমগির (৩০)আব্দুস সামাদ এবং খলিল (৩৫)সাদেক মিয়া,ছেলেকে পথিমধ্যে আক্রমণ করে। এতে তারা বিষণ আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি করেন।বর্তমানে বন্য মহিষটি নদীর পাড়ের জংলায় অবস্থান করছে।এদিকি গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে