নিজস্ব প্রতিবেদক:
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত ব্যাক্তির নাম সৈয়দ হাবিবুর রহমান উজ্জ্বল (২৬)।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, রবিবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিটাইটিকর মাজার এলাকা থেকে উজ্জ্বলকে আটক করা হয়। আটকের সময় উজ্জলের কাছ থেকে ৮৬ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃত উজ্জল ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর সৈয়দ আফজাল আলীর পুত্র উজ্জ্বল।
এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী ফেঞ্চুগঞ্জ থানার ওসি। মাদক বিরোধী অভিযান থাকবে বলে জানান তিনি।