রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান কারিগরি কারখানার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম।
গত ৭ জুলাই থেকে তিনি দায়িত্ব পালন করা শুরু করেছেন। ১৯৬৮ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কারিগরি কারখানা তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই দায়িত্ব পালন করার আগে তিনি কৃষিবিদ ইনস্টিটিউটশন, রাজশাহী জেলা শাখার সদস্য, রাবি শিক্ষক সমিতির সদস্য, রাবি সিনেট সদস্য এবং নবাব আবদুল লতিফ হলের আবাসিক শিক্ষক হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।
প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে বিজ্ঞান কারিগরি কারখানাকে কীভাবে পরিচালনা করতে চান এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজ্ঞান কারিগরি কারখানা একটি অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে এর কার্যক্রম চাপা পড়ে আছে। পুরনোদের অবসর গ্রহণ করার পর নতুন কোনো নিয়োগ সম্পন্ন হয়নি। ফলে এখানে জনবলের সংকট রয়েছে। মাননীয় ভিসি মহোদয়ের সক্রিয় সহায়তায় আমি এই প্রতিষ্ঠানের পুরনো গৌরব ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
প্রসঙ্গত, রাবি বিজ্ঞান কারিগরি কারখানায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ব্যবহারিক ক্লাস সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ মেরামতের কাজ হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।