Voice of SYLHET | logo

২৬শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২২ ইং

শাবিতে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : July 14, 2019, 12:04

শাবিতে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ আল মামুন, শাবি প্রতিনিধি:

সারা দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৪ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় গোলচত্বর অতিক্রম করে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, আজ নারী ও শিশু বাংলাদেশের প্রতিটি জায়গায় ধর্ষণের একটি পন্যে পরিনত হয়েছে। রাস্তা-ঘাটে, বাসে- ট্রেনে সর্বত্র আজ নারী ও শিশু অনিরাপদ। বিশ্বকাপে সাকিব আল হাসান যে রান করেছে, বিগত কয়েক মাসে তার তুলনায় অনেক বেশি ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে, যার প্রমাণ পুলিশের বিভিন্ন প্রতিবেদনে পাওয়া যাবে।

বক্তারা বলেন,আজ আমরা যদি এই অমানবিক কর্মকান্ডকে দমন করতে না পারি তাহলে আাজ অথবা কাল আমাদের মা-বোন এই ঘৃণ্য কাজের একটি নির্মম বলি হতে পারে।

এসময় বক্তারা বিভিন্ন পেশাজীবী মানুষ ও শিক্ষার্থীদেরকে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1059 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।