দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ১০০টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা, মৌখলা ও বাবানগাঁও গ্রামের বন্যা কবলিত ১০০টি পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, ডা. তানভীরুল ইসলাম, সুনামগঞ্জ ভিউ.কমের সম্পাদক ও প্রকাশক সোহেল তালুকদার, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, ইউপি সদস্য সাইদুর রহমান প্রমুখ।