বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুরমা ভয়ংকর রূপ ধারণ করেছে। দুই তীর ছাপিয়ে ডুবিয়ে দিচ্ছে লোকালয় জনপদ।
ইতিমধ্যে কানাইঘাটের অধিকাংশ এলাকা সুরমার পানির নিচে। এমনকি সিলেট নগরী নিম্নাঞ্চলও।
সুরমার পানি দিনদিন বাড়ছেই, । বৃদ্ধির পরিমাণটাও আতংকজনক। রেটিং পয়েন্টে
সুরমার পানি বেড়েছে ৪২ সেন্টিমিটার।
সুরমা শুধু সিলেট
নগরীই নয়, নিম্না অঞ্চলের জন্যও ভয়ংকর আতংক।
আরো খবর পাওয়া যাযে, উজানে বৃষ্টি হচ্ছে ভারতের মনিপুর ও আসামে। সুতরাং আগামীতে পানি আরো বাড়ার সম্ভাবনাও দেখছেন আবহাওয়াবিদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্তারা।