Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

রাবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত : July 13, 2019, 17:56

রাবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

রাবি প্রতিনিধি:
আজ বিকেলে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী রোটার‍্যাক্টরদের সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

একই সাথে নতুন প্রেসিডেন্টের অধীনে ৪৩৩ তম নিয়মিত সভাও অনুষ্ঠিত হয়েছে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সদ্য সাবেক সভাপতি রোটার‍্যাক্টর রাশেদুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন।

বিদায়ী রোটার‍্যাক্টরদের সনদ প্রদান শেষে নতুন সভাপতি রোটার‍্যাক্টর মনিরুল ইসলামকে কলার হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি রোটার‍্যাক্টর রাশেদুল ইসলাম রাজু।

অতঃপর বিদায়ী সভাপতি রোটার‍্যাক্টর রাশেদুল ইসলাম রাজু ও বিদায়ী সেক্রেটারি এক্স-রোটার‍্যাক্টর আবু সুফিয়ান তাদের আসন ত্যাগ করেন এবং নতুন সভাপতি রোটার‍্যাক্টর মনিরুল ইসলাম ও সেক্রেটারি রোটার‍্যাক্টর সাইফুর রহমান সজল তাদের আসন গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন প্রেসিডেন্টের অধীনে নতুন রোটা-বর্ষের প্রথম এবং ক্লাবের ৪৩৩ তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় ২৬ জন রোটার‍্যাক্টর সহ মোট উপস্থিতির সংখ্যা ছিল ৩৬ জন।

উল্লেখ্য, ২৭ জুলাই পরবর্তী নিয়মিত সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1066 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।