রাবি প্রতিনিধিঃ কুড়িগ্রামের কৃতি সন্তান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. মোখলেছুর রহমান মিলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর নির্বাচিত হওয়ায় কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ শনিবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় ইসমাঈল হোসেন সিরাজী এ্যাকাডেমিক ভবনের তার নিজস্ব চেম্বারে এ শুভেচ্ছা বিনিময় করেন সমিতির সদস্যরা।
এসময় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির প্রায় ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক মোখলেছুর রহমান কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।