ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
বন্যা আশংকায় দিন গুনছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দারা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জসিম উদ্দিন বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন।
তিনি জানান, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নের ৩ টি এলাকায় প্রায় ১০০ টি পরিবার আংশিক বন্যা আক্রান্ত হয়ে পড়েছে।প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।