মাদারীপুর প্রতিনিধিঃমাদারীপুর সদর উপজেলার জুলি ও কুলি স্কুল সংলগ্ন পূর্ব খাগদি গ্রামের এক পরিত্যক্ত পুকুর থেকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত কিশোরী (১৫) এর ভাসমান লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার জুলি ও কুলি স্কুল সংলগ্ন পূর্ব খাগদি গ্রামের হাওলাদার বাড়ীর পরিত্যক্ত পুকুরে বিকেলে এক কিশোরীর ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
সদর মডেল থানার এস.আই মো. সোহেল রানা বলেন, আমরা ধারনা করছি কিশোরীকে কেউ হয়তো মেরে পুকুরের মধ্যে রেখে গেছে। লাশটি অনেক দিন পূর্বের । মাথা ও মুখ ফুলে বিকৃত হয়ে গেছে। মুখের চেহারা বোঝা যায় না। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা বোঝা যাবে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, লাশের কথা শুনে আমি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যা।।