গোলাপগঞ্জ প্রতিনিধি:
বিশিষ্ট সংগঠক অাব্দুস সামাদের যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অাজ শনিবার (১৩ জুলাই) উপজেলার বাঘায় প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা’র (বাঘা তুরুগাও) পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী অাওয়ামী লীগ নেতা অাব্দুস সামাদেকে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায়ী সাক্ষাৎ ও সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা অাব্দুস সামাদ দীর্ঘদিন দেশে অবস্থানের পর আবারো যুক্তরাজ্য ফিরে যাওয়া উপলক্ষ্যে এ সংবর্ধনার অায়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন- যুক্তরাজ্য বসবাস করা প্রবাসীরা এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নে সকলকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। তবেই দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
উপস্থিত ছিলেন প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ও বর্তমান সৌদি প্রবাসী জুমন আহমদ, বর্তমান সভাপতি নোমান আহমদ, আব্দুল শুক্কুর, আশরাফ, ফরহাদ আহমেদ, রাহিদ, সাকিব প্রমুখ।