ইসমাইল হোসাইন,দোয়ারা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের বৃহত্তর কলাউড়া গ্রামে কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাসিমিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা অবস্থিত।
১৯৬৬ইং সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে।হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি দীর্ঘ পরিক্রমায় ৫৩ বছরে পদার্পণ করেছে।বৃহত্তর গ্রাম বাসির অক্লান্ত প্রচেষ্টায় যার বেড়ে উঠা।
মাদ্রাসাটি কায়েম রাখতে যারা বিশেষ স্মরণীয় তার হলেন,মাওঃ আবুল কাসেম সাহেব (রহ),জনাব সিরাজুল ইসলাম মেম্বার ও কাজী ফরিদুল ইসলাম প্রমুখ।
প্রাকৃতিক ও মনোরম পরিবেশের নীলাভূমি মেঘালয়ের প্রান্তসীমায় যার প্রতিষ্ঠা। মাদ্রাসাটিতে শিক্ষা দিয়ে যাচ্ছে প্রায় অর্ধ শতাধিক শিক্ষক শিক্ষিকা। তাছাড়া ও দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি ফ্রি ক্লাসের ব্যাবস্থা।
২০১১ইং দাখিল পরীক্ষায় ৩টি A+ 2013ইং আলিম পরীক্ষায় ৫টি A+ অর্জন করেন।২০১৯ইং দাখিল পরীক্ষায় সাফল্যজনক সফলতা অর্জন করে
উক্ত মাদরাসা।