সিলেট নগরীতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির কারণে ৭ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার রাতে নগরীর কাজিটুলা-শাহী ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কর্মী কামরুল হাসান, সুজন, নাঈম, শামীম, আজিম, সাহেদ ও করিম ৫ টি মোটরসাইকেল নিয়ে কুমারপাড়া-নয়াসড়ক-কাজীটুলা হয়ে শাহী ঈদগাহ দিকে যায়। এসময় মোটরসাইকেলের মধ্যে ফায়ারিং শব্দ এবং সাইলেন্সর খুলে উচ্চ শব্দে গাড়ি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
পরে এলাকার মানুষ পুলিশকে খবর দিলে কোতোয়ালী থানার এসআই আব্দুল গফফার ও এএসআই ইসমাইলের নেতৃত্বে একদল পুলিশ শাহী ঈদগাহ এলাকা থেকে ৫ টি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করে।
এদিকে আটককৃত মোটরসাইকেলগুলোর বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা।