Voice of SYLHET | logo

১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে জানুয়ারি, ২০২৩ ইং

সুরমায় ভেসে উঠলো শিশু মাহার লাশ, সৎ মার বিরুদ্ধে মামলা

প্রকাশিত : July 06, 2019, 14:04

সুরমায় ভেসে উঠলো শিশু মাহার লাশ, সৎ মার বিরুদ্ধে মামলা

শহরতলীর কুমারগাঁয়ে সুরমা নদীতে সৎ মা কর্তৃক ছুঁড়ে ফেলা মাহার (৫) লাশ নদীতে ভেসে উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার সৎ মা সালমা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আটক সালমাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমারগাঁও সুরমা নদীর উপর সেতু থেকে মাহাকে ফেলে দেন সৎ মা সালমা। এরপর নিমিষেই সুরমার প্রখর স্রোতে নদীগর্ভে তলিয়ে যায় শিশুটি। পরে উপস্থিত লোকজন ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় হেফাজতে নেন।

মাহা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বলেন, শিশুটিকে লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1012 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।