Voice of SYLHET | logo

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৩ ইং

সরকার জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে চায়: প্রতিমন্ত্রী ইমরান

প্রকাশিত : July 06, 2019, 11:41

সরকার জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে চায়: প্রতিমন্ত্রী ইমরান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে চায়। সে লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

 

এরই ধারাবাহিকতায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারণামূলক সেমিনার। দেশের বেকার জনগোষ্ঠীর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের রয়েছে বিভিন্ন প্রশিক্ষনের ব্যাবস্থা। সুতরাং বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করে নিজের দক্ষতা বৃদ্ধি করে প্রবাসে গেলে নিজ পরিবারের পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।

শনিবার বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ ও তরুণ আওয়ামী লীগ নেতা কামরুল হাসানের যৌথ পরিচালনায় প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি প্রধান অতিথি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ,  সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দীর গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, আলীর গাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজলা  মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী মাষ্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা নির্বাহী প্রকৌশলী রসেন্দ্র চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিম, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো গোলাম সারওয়ার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহবায়ক মিছবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিছবাহ আহমদ, ইউপি সদস্য কামাল হোসেন, যুবলীগ নেতা আবুল হোসেন, ব্যাবসায়ী অহিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 819 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।