স্টাফ রিপোর্টার:
সিলেট শহরতলীর বিমানবন্দর থানাধীন ইসলামপুর পোড়াবাড়ী এলাকা থেকে একটি রিভলবার ও চাকুসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর থানার একটি টহল পুলিশের দল তাদের আটক করে।
আটককৃত আসামী ওসমানীনগর উপজেলার গহরপুর গ্রামের মৃত আলীমের ছেলে মো. মোশারফ হোসেন দর্পন (৩৫) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর নতুন কসবা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে রাসেল আহমদ সুনু (২৫)।
উদ্ধারকৃত রিভলবারের দৈর্ঘ্য ৯ ইঞ্চি, হাতলের দুই পার্শ্বে কাঠযুক্ত, দেখতে পুরাতন ও কালো, কোন দেশের তৈরী উল্লেখ নাই এবং অস্ত্রের গাঁয়ে কোন ধরণের আক্ষরিক লেখা নাই।
আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।