সিকৃবি প্রতিনিধিঃ করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরিস্থিতিতে ৩৩ দিন বন্ধ থাকার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) সশরীর ক্লাস শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। এদিন পূর্বঘোষিত অনুযায়ী, সকাল থেকে সকল অনুষদের বিভিন্ন সেমিস্টারের ক্লাস শুরু হয়।সকল প্রস্তুতি নিয়ে সকাল বেল ক্যাম্পাসে উপস্থিত হয় শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে শিক্ষার্থী উপস্থিত ছিল সন্তোষজনক।
দীর্ঘদিন পর ক্লাসে ফিরে কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থী রায়হান জানান, একমাসের অধিক সময় পর ক্লাসে ফিরতে পেরে ভালোই লাগছে। বন্ধকালীন এই সময়ে অনলাইনে কিছু ক্লাস হয়েছে ; তবে অনলাইনের তুলনায় সশরীরে ক্লাস করা, শেখার জন্য গুরুত্বপূর্ণ।
২০ জানুয়ারি করোনার প্রকোপে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষনা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরবর্তীতে আরও ১৫ দিন একই সিদ্ধান্ত বহাল রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।