নিজস্ব প্রতিবেদক : নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করছে সিসিক। ২৪ ঘন্টার মধ্যেই পুরো নগরের বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এরআগে সোমবার বিকালের দিকে কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষ হয়। এরপর শুরু হয় কোরবানির বর্জ্য অপসারণ।
সিলেট সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মো. হানিফুর রহমান জানান, মধ্যরাতেই কোরবানির বর্জ্য অপসারণ কাজ শেষ হয়েছে। তবুও সিসিকের পরিচ্ছন্নতা কর্মী ও গাড়ি নগরীতে টহলে রয়েছে৷ কোন যায়গায় আবর্জনা দেখলে সাথে সাথে তারা পরিস্কার করবে।