Voice of SYLHET | logo

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৩ ইং

আন্দোলনে অর্থ সহায়তাকারীরা জামায়াত-শিবির, তাই মামলা করেছি: তাঁতী লীগ নেতা

প্রকাশিত : January 26, 2022, 17:16

আন্দোলনে অর্থ সহায়তাকারীরা জামায়াত-শিবির, তাই মামলা করেছি: তাঁতী লীগ নেতা

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমেদ লায়েক।

মামলা করার কারণ জানতে আজ বুধবার দুপুর ১২টার দিকে সুজাত আহমেদ লায়েক গণমাধ্যমে বলেন, ‘আন্দোলনের বিষয়টি আমার ভালো লাগেনি। তাদের ডাকা হয়েছে কিন্তু তারা বসেনি। আন্দোলনকারীদের টাকা দেওয়াটা অনেক বড় অপরাধ।’

তিনি বলেন, ‘এই আন্দোলনে যারা অর্থ দিয়ে সহায়তা করছেন তারা জামায়াত-শিবির। আন্দোলনের সবকিছুতেই মনে হয় জামায়াত-শিবিরের হাত আছে। না হলে আন্দোলনকারীদের টাকা দিয়ে সাহায্য করার মানে কী। এই আন্দোলনে টাকা দিয়ে উৎসাহিত করা হচ্ছে। তাই আমি একজন সচেতন নাগরিক হিসেবে মামলাটি করেছি।’

শিক্ষার্থীদের ফান্ডে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ১০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন, তার বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন বা তিনিও কি জামায়াত-শিবির? এমন প্রশ্নের জবাবে সুজাত আহমেদ বলেন, ‘স্যারের টাকা দেওয়ার বিষয়টি আমি জানি না। এ বিষয়ে স্যার এবং জালালাবাদ থানার সঙ্গে যোগাযোগ করে দেখি কিছু বলা যায় কিনা।’

মামলার বিষয়ে সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ বলেন, ‘মামলা করার বিষয়ে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। সুজাত আহমেদ নিজ উদ্যোগে মামলাটি করেছেন। এর দায়ভার সংগঠন নেবে না।’

তিনি আরও বলেন, ‘মামলার বিষয়ে আমি বা আমার সংগঠনের সভাপতি কেউ কিছু জানেন না। সুজাতের সঙ্গে কথা বলে জানব- কেন তিনি এ ঘটনায় মামলা করলেন।

দ্যা ডেইলি স্টার

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 366 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।