নিউজ ডেক্স:
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঈদুল আযহার মহিমা ও আত্মত্যাগ স্মরণ করে আগামী দিনে সবাইকে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার ( ১১ আগস্ট) এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।
সৌদি আরবে হজের জন্য সেখানে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি থেকে পাঠানো এক ভিডিওবার্তায় ড. মোমেন দেশবাসীকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি, তার সফলতা কামনা করি। আমরা যেন সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারি।
ড. মোমেন বলেন, এবার সিলেটবাসীর সঙ্গে ঈদের জামাতে শরিক না হতে পারায় তাদের জন্য আমি দোয়া করছি। একই সঙ্গে সিলেটবাসীর প্রতিও তিনি তার জন্য দোয়া কামনা করেন।