দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় পৃথক অভিযানে ১১৮৭ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুজন হলো- গোলাপগঞ্জ উপজেলাধীন ঘোগারকুল গ্রামের মৃত নিজাম আহম্মেদ চৌধুরীর ছেলে হেলাল আহম্মেদ চৌধুরী (৪৫) ও দক্ষিণ সুরমার কেকুড়ী গ্রামের নুনু মিয়ার ছেলে মো. হুমায়ুন রশিদ (২৮)।
র্যাব জানায়- শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ১১১৫ পিস ইয়াবাসহ হেলাল নামের ওই মাদক ব্যাবসায়ীকে আটক করে।
অপর অভিযানে দক্ষিণ সুরমার ভার্থখলা স্টেশনরোডস্থ ভুইয়া পেট্রোল পাম্পের সামনে থেকে হুমায়ুন রশিদ নামের ওই মাদক ব্যবসায়ীকে ৭২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
শনিবার (১০ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) এএসপি ওবাইন।