প্রেস বিজ্ঞপ্তিঃ খালপার দারুসসুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া দাখিল মাদরাসায় দাখিল পরিক্ষার্থী’২১ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খালপার আনওরুল উলুম টাইটেল মাদরাসা প্রতিষ্ঠাতা খালপার দারুসসুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া দাখিল মাদরাসা সাবেক সুপারিন্টেন্ডেন্ট মাওলানাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা রায়হান উদ্দিন সাহেবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯ রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাহেব।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শরিফ আহমদ সাহেব।হাফিজ মাওলানা শিব্বির আহমদ সাহেব, আরবি প্রভাষক বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদরাসা মাওলানা কামাল উদ্দিন সাহেব, শিক্ষক গাছবাড়ি জে ইউ কামিল মাদরাসা।মাওলানা কামাল উদ্দিন সাহেব, শিক্ষক জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা। মাওলানা মুহসিন আহমদ। ধর্মীয় শিক্ষক,বিশ্বনাথ রসময় হাই স্কুল।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তাজ উদ্দিন,বিশিষ্ট রাজনীতিবীদ। ম্যানেজিং কমেটির সদস্য জনাব আব্দুল গণি সাহেব,জনাব লাল মিয়া সাহেব,মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব সহ অত্র মাদরাসার শিক্ষক – শিক্ষিকা ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।