নিউজ ডেক্সঃ
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ মোহাম্মদ রফিক (৩৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্টর্গাড সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবির এলাকা থেকে ইয়াবা ও স্বর্ণালংকারসহ তাকে আটক করা হয়।
আটক রফিক টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের নীর আহাম্মদের ছেলে। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবির এলাকায় রাস্তার পাশে একটি ঘরে অবৈধভাবে স্বর্ণ মজুদের গোপন সংবাদে সেখানে অভিযানে চালানো। অভিযানকালে এক রোহিঙ্গার ঘরে একটি বালিশের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ ভরি স্বর্ণালংকারসহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণালংকার শুল্ক স্টেশনে এবং ইয়াবাসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে