এমসি কলেজ প্রতিনিধিঃ সিলেটের টিলাগড়ে ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার ও বসেছে বিশাল পশুর হাট। চলছে পুরোদমে ব্যাবসা। এখানে কুরবানির পশু আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।এখানে ছোট, বড়, মাঝারী প্রায় সকল ধরণের পশু পাওয়া যাচ্ছে।
ক্রেতা সাধারনের উপচে পড়া ভীড় এই হাটে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতা এবং উৎসুক জনতার ভীড় বেড়েই চলছে।
এই হাট ছড়িয়ে পড়েছে নগরীর টিলাগড় পয়েন্ট, এবং তার আশপাশে।টিলাগড় থেকে নিয়ে সরকারি কলেজ সংলগ্ন ব্রীজের পাশ পর্যন্ত।
কিন্তু জনমনে প্রশ্ন দেখা দিয়েছে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে,সরজমিনে গিয়ে দেখা যায় এমসি কলেজের একেবারে মেইন ফটকে গরু বেধে রাখা হয়েছে এবং বিকি কিনি চলছে পুরোদমে ।
জনসাধারণসহ এমসি কলেজ শিক্ষার্থীদের প্রশ্ন স্থানের কি এতই অভাব যে, সিলেটের অন্যতম সর্বোচ্চ এই বিদ্যাপিটের একেবারে মেইন ফটকে হাট। তারা সিটি কর্পোরেশন,কাউন্সিলর আজাদুর রাহমান আজাদ সহ হাট ইজারাদারদের কাছে এর আশু সমাধানের প্রত্যাশা ব্যাক্ত করেছেন।