নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায়সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র সহ শেখ মো. নজরুল ইসলাম বিজয় (২৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৯।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যাবসায়ী নগরীর শাহপরান থানাধীন টিলাগড় কল্যাণপুরের শেখ মখনের ছেলে।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় পয়েন্ট থেকে গাজী বুরহানউদ্দিনগামী রোডের চাঁন্দভরাং হাউসের সামনের পাকা রাস্তা থেকে অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলাম বিজয়কে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এর আগেও সন্ত্রাসী কার্যকলাপের জন্য নজরুল ইসলাম বিজয় একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এবার তাকে গ্রেফতার করে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে