নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার দোসেন দিনারসহ জেলা ও মহানগর ছাত্রদলের সকল কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান এক বিবৃতিতে বলেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ জেলা ও মহানগর ছাত্রদল নেতা জুমেল আহমদ, মুহিবুর রহমান, মোফাজ্জাল চৌধুরী মোরশেদ, জামাল আহমদ, রাসেল আহমদের উপর আওয়ামী ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ।
বিবৃতির তিনি, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আব্দুর রকিব চৌধুরীর উপর আওয়ামী ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলার নিঃশর্ত প্রত্যাহারসহ সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।