নিউজ ডেস্কঃ প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। সকাল হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরও চার সিলেটীর মৃত্যু হয়েছে। স্বজন হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন দেশে থাকা স্বজনরা। যুক্তরাজ্যে বসবাসকারী স্বজনদের নিয়ে অতীতে এতো দুশ্চিন্তায় পড়তে হয়নি দেশের স্বজনদের।
এদিকে আরও চার সিলেটীদের মধ্যে গত শুক্রবার লন্ডনের হিত্রো যুবলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিকের চাচা হাজী দাইম উল্ল্যা ও শনিবার তার স্ত্রী মারা যান। তারা সিলেটের বিশ্বনাথ থানার দণ্ডপানিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ জানুয়ারি লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আতিকুর রাজ্জাক চৌধুরী (৬৬)। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারের আদিনাবাদে।
অন্যদিকে যুক্তরাজ্যের সাউদাম্পটনে মারা যান আলহাজ্ব এরশাদ মিয়া (৭৪)। যুক্তরাজ্যের সাউদাম্পটন শাহজালাল মসজিদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন তিনি। তার পারিবারিক বাড়ি মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের দিশালোক গ্রামে