Voice of SYLHET | logo

১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৩ ইং

সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশিত : August 08, 2019, 10:42

সিলেটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর ১৪ আগস্ট থেকে বিক্রি হবে ফিরতি টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট-ঢাকা রুটে ৪টি ও সিলেট-চট্রগ্রাম রুটে ২টি আন্ত:নগর ট্রেন চলাচল করছে।সিলেট-ঢাকা রুটে কালনী, জয়ন্তিকা, পারাবত, উপবন এবং চট্রগ্রাম রুটে পাহাড়িকা ও উদয়ন ট্রেন চলাচল করছে। রেলপথে যাতায়াতে যাত্রীরা স্বাচ্ছন্দবোধ করলেও একমাত্র পরাবত ব্যতীত অন্য ট্রেনগুলো জরাজীর্ণ কোচ নিয়ে চলাচল করছে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় না এনে কেটে নেওয়া হয়েছে ট্রেনের কোচ।

সিলেট রুটে চলাচল করা ট্রেনগুলো ১৬টি করে কোচ দিয়ে যাত্রা করলেও এখন বর্তমানে কালনী চলছে ১১টি কোচ নিয়ে এবং অন্য সব ট্রেনগুলো ১৪টি করে কোচ নিয়ে চলাচল করছে। যে কারণে প্রতি বছর ঈদে বাড়ি ফেরা লোকজন লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে অনিচ্ছাস্বত্বেও ভয়কে সঙ্গী করে যাত্রায় সড়ক পথকে বেছে নেন।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আফসার উদ্দিন বলেন, ঈদে সিলেট রুটে বিশেষ ট্রেন নেই। অবশ্য প্রতিটি ট্রেনে ১টি করে কোচ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 979 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।