হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, অজ্ঞাত একটি যানবাহন ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। সড়কে যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন।