কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণে অসহায় বন্যা পীড়িত ৪ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ব্যাংকের এফএভিপি ও কুলাউড়া শাখার ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বন্যা পীড়িতদের মধ্যে ত্রান বিতরন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ, কুলাউড়া পৌরসভার মেয়র মোঃ শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর ভূয়শী প্রশংসা করে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।