নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।আজ বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন কালে জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের বাসা-বাড়ি নিজেদেরকে পরিস্কার রাখতে হবে। আমরা এমন কিছু আমাদের আশ-পাশে রাখবোনা যেখানে ডেঙ্গু মশার জন্ম হতে পারে।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।