Voice of SYLHET | logo

১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৩ ইং

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে লঞ্চ বন্ধ।

প্রকাশিত : August 07, 2019, 05:50

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে লঞ্চ বন্ধ।

নিউজ ডেক্সঃ
বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে। বুধবার সকাল থেকেই এনায়েতপুরী ও শাহপরান নামে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি দিয়ে এ নৌরুটে যান ও যাত্রী পারাপার চলছে।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (মেরিন) এ কে এম শাহজাহান জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মায় প্রচণ্ড ঢেউ, বাতাস আর বৈরী আবহাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে বর্তমানে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এগুলোর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক হবে না।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1087 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।