সিলেট প্রতিনিধি:সিলেট নগরের জল্লারপাড়ে ছাত্রলীগের হামলায় তিন যুক্তরাজ্য প্রবাসীসহ ৪ জন আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত একটি বিলাশ বহুল প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পশ্চিম জিন্দাবাজারের জল্লারপাড় এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় ওই তিন যুবক গুরুতর আহত হয়েছে। আহতরা হলো- বালুচর এলাকার সফিক উদ্দিনের ছেলে হাসান (২২), একই এলাকার বশির উদ্দিনের ছেলে জিমন (২৫) ও গয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮)। এছাড়া তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও ভাংচুর করেছে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান- ইংল্যান্ড প্রবাসী ৩ যুবক পাঁচভাই রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে বেরিয়ে আসলে তাদের কথাবার্তা নিয়ে খারাপ মন্তব্য করে ওখানে উপস্থিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে’র গ্রুপের কর্মী জায়েদ ও সজিব নামের দুই ছাত্রলীগ নেতা। এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে জায়েদ ও সজিবের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রলীগ কর্মী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ওই তিন যুবক গুরুতর আহত হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং আহত ৩ যুবকদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যপারে ওসি সেলিম মিয়া জানান- হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এছাড়া আহত ৩ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।