নিজস্ব প্রতিবেদকঃ
সারা দিনের তীব্র গরমের পর সন্ধা থেকেই মেঘাচ্ছন্ন সিলেটের আকাশ। এ যেন বৃষ্টি নামার পূর্বাভাস!
টানা দুইদিনের গরমে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। ভ্যাপসা গরমের কারণে অতিষ্ট হয়ে পড়েছেন নগরবাসি। আজ সিলেটে দুপুর ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আশার খবর শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল (বুধবার) মধ্যরাত থেকেই বৃষ্টি নামবে। গরমে কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অধিদপ্তর বলছে- আগামীকাল বুধবার মধ্যে রাত থেকে সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এতে কমতে পারে তাপমাত্রা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গতকাল সিলেটে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রী, আজ ও আগামীকাল একই রকম থাকবে। আগামীকাল রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর ঈদের আগ পর্যন্ত চলবে স্বাভাবিক বৃষ্টিপাত। তাই জনজীবনে স্বস্তি ফিরতে কমপক্ষে আরো দুদিন সময় লাগবে ।