নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার (৬ আগস্ট) নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের লোগো উন্মোচন অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,
সিলেটে নগরবাসীর পরিবহন ভোগান্তি নিরসনে চালু হচ্ছে নগর এক্সপ্রেস বাস সার্ভিস। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে চারটি রুটে চল্লিশটি বাস নিয়ে যাত্রা শুরু করবে
আরিফুল হক চৌধুরী বলেন, শুরুতে টুকেরবাজার থেকে হেতিমগঞ্জ, সুরমা মার্কেট থেকে রশিদপুর, টুকেরবাজার থেকে বটেশ্বর ও এয়ারপোর্ট থেকে হাজীগঞ্জ রুটে বাস চলবে।
প্রথম ছয়মাস টিকিট কেটে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা থাকলেও পরে ডিজিটাল পেমেন্ট দিয়ে বাসে যাতায়াত আরোহীর করতে পারবেন নগরবাসী।
নগরীর ভেতরে বাসগুলো চলাচলের জন্য আলাদা ইমার্জেন্সি লেন চালুর পরিকল্পনা রয়েছে। নগরবাসীর জন্য সুলভ মূল্যে আরামদায়ক ও নিরাপদ ভ্রমণে এটি নতুন মাত্রা যোগ করবে বলেও জানান তিনি।
নিটোল টাটার সাপোর্টে স্থানীয় ব্যবসায়ীদের মালিকানাধীন একটি মালিক সমিতির মাধ্যমে এটি পরিচালিত হবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিটোল টাটার কর্মকর্তা ও নগর পরিবহনের মালিকপক্ষের প্রতিনিধিরা।পরে মেয়রসহ সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেন