শেখ রিদওয়ান হোসাইন
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেল স্টেইন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৯৩ টেস্টে খেলে তিনি তুলেন রেকর্ড ৪৩৯ উইকেট।
২২ গজে ভয়ংকর গতির ঝড় তুলা ডেল স্টেইন এক বার্তায় তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ার ইতির ঘোষণা দেন।
ডেল স্টেইন টেস্টে সাউথ আফ্রিকার হয় সর্বোচ্চ উইকেট শিকারের মালিক। তাছাড়াও টেস্টে আইসিসির টপ বোলার হিসেবে ছিলেন দীর্ঘ ২৬৩ সাপ্তাহ।
বিশ্বক্রিকেটে ২০০ উইকেটের উপরে পাওয়া বোলারদের মধ্যে তার স্ট্রাইক রেট সর্বনিম্ন।