Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

সিলেট বিমানবন্দর থানায় ৮ পরিত্যাক্ত মটর সাইকেল, মালিকের খোঁজে পুলিশ

প্রকাশিত : August 05, 2019, 15:48

সিলেট  বিমানবন্দর থানায় ৮ পরিত্যাক্ত মটর সাইকেল,  মালিকের খোঁজে পুলিশ

নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ৮টি মোটরসাইকেলের মালিককে খুঁজছে। দীর্ঘদিন ধরে এসব মোটরসাইকেল এসএমপির বিমানবন্দর থানা প্রাঙ্গনে পড়ে আছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন সময় এই ৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে এগুলোর বিষয়ে খোঁজ নিয়ে কোনো বৈধ মালিক পাওয়া যায়নি। বিআরটিএ সিলেট কার্যালয় থেকে মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন সংক্রান্ত হালনাগাদ তথ্য মিলেনি।

জানা গেছে, বর্তমানে এ মোটরসাইকেলগুলো খোলা আকাশের নিচে পড়ে আছে। ফলে এগুলোর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

যে ৮টি মোটরসাইকেল থানা প্রাঙ্গনে পড়ে আছে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি জানিয়েছে পুলিশ। এগুলোর মধ্যে একটি লাল রংয়ের ডায়াং মোটরসাইকেল, (রেজিস্ট্রেশন নাম্বার সিলেট-হ-১২-৫৫৩৫, চেসিস নাম্বার LATPCGZY-762133693, ইঞ্জিন নাম্বার DY15OFMC2A-63579327), একটি কালো রংয়ের ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন, চেসিস নাম্বার DJVBJF24269(অস্পষ্ট), ইঞ্জিন নাম্বার DJGR(অস্পষ্ট)4174, একটি লাল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন ইয়ামাহা মোটরসাইকেল (চেসিস নাম্বার Y3008(অস্পষ্ট)081, ইঞ্জিন নাম্বার 29(অস্পষ্ট)02028K, একটি কালো রংয়ের ইয়ামাহা মোটরসাইকেল (চেসিস নং অস্পষ্ট, ইঞ্জিন নাম্বার 5TX000019), একটি লাল রংয়ের ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, (রেজিস্ট্রেশনবিহীন, চেসিস নাম্বার (অস্পষ্ট)K152155, ইঞ্জিন নাম্বার LK157EMI050187339), একটি কালো টিভিএস মেট্রো মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন, চেসিস নং MD675MF15AK09921, ইঞ্জিন নাম্বার CF5KA153Y723), একটি কলো রংয়ের ডিসকভার মোটরসাইকেল যেটির নাম্বার প্লেটে কাস্টম জিআর ১৭/১০ লেখা রয়েছে (চেসিস নং MD2DSJSZZ2WA90410, ইঞ্জিন নাম্বার NMGNMBT36N32) এবং একটি কালো রংয়ের হাঙ্ক হিরো হোন্ডা মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ল ১৯-০৩৬২, চেসিস নাম্বার MBLKC13EBC10L, ইঞ্জিন নাম্বার অস্পষ্ট)।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিমের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকগণকে বিমানবন্দর থানায় যোগাযোগ করতে বলা হচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর থানার ওসির ০১৭১৩৩৭৪৫২১ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 971 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।