শেখ রিদওয়ান হোসাইন
প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাড়িয়ে এজবাস্টনের প্রথম অ্যাশেজ টেস্ট জয় করে নিলো অস্ট্রেলিয়া।
স্মিথে চড়েই প্রথম টেস্ট জয় দিয়ে শুরু করে ১-০ তে এগিয়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া।
ঐতিহ্যের স্মারক হিসেবে খ্যাত অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটি হয় ইংল্যান্ডের এজবাস্টনের মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ছিলো ২৮৪ রান অলআউট। যেখানে ছিলো স্মিথের অনবদ্য ১৪৪ রানের ইনিংস। প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেটের দেখা পান ইংল্যান্ডের পেস বোলার ব্রড।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে বার্নসের অনবদ্য শতকে কিছু রানের লিড নিয়ে চালকের আসনে থাকে ইংল্যান্ডই।
তবে দ্বিতীয় ইনিংসে আবারও স্টিভেন স্মিথের মহাকাব্যিক ইনিংসে পুরোদস্তুর পরাস্ত হয়ে যায় ইংল্যান্ডের বোলাররা। শেষ পর্যন্ত ৪৮৭ রান করে ডিক্লেয়ার করে অজিরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয় পেতে ইতিহাস তৈরি করতো হতো ইংল্যান্ডকে। পঞ্চম দিনে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। স্পিনার নাথান লায়নের বিধ্বংসী স্পেলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আত্মসমর্পণে বাধ্য হয়।
দুই ম্যাচেই শতক হাঁকিয়ে ম্যাচ সেরা পুরস্কার পান দুই বছর নিষিদ্ধতা কাটিয়ে ফেরা স্টিভেন স্মিথ।
একই টেস্টের টানা ৫ দিনই ব্যাটিং করে রেকর্ডের খাতায় নাম লিখান ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস।