ফয়জুল ইসলাম রেদওয়ান
সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তার মা ও পরিবারকে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও ধারণ করে তা প্রচার করার অভিযোগে একুশে টিভির সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় আবেদনটি করেছেন ঢাকা বারের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান (দুলাল)।
আবেদনটির উপর দুপুর নাগাদ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে শুনানি হয় । মামলাটিতে তিনজন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। তাতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।