নিউজ ডেস্কঃ সাম্প্রতিক আমাদের দেশে মশা বাহিত ডেঙ্গু জ্বর একটি ভয়াবহ আকার ধারণ করেছে।সাধারণত আমাদের আশে-পাশের ময়লা আবর্জনা এবং জমে থাকা স্বচ্ছ পানি থেকে ডেঙ্গু মশার প্রধান বাহক এডিস মশা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, সাথে সাথে বাড়ছে মৃত্যুঝুঁকিও।
ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংস করা লক্ষ্যে ২ আগষ্ট (শুক্রবার) সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট, সিলেট ক্লিন সিটি কর্তৃক আয়োজন করা হয় ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান।
উক্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন ক্লিন সিটি সিলেট এর ম্যানেজমেন্ট কমিটির প্রধান নাজিব আহমদ।
তিনি বলেন, সবাই যদি নিজ বাসার আশপাশসহ রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
সেজন্য সবাইকে নিজ নিজ উদ্যোগে বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানান তিনি।
উক্ত আরো উপস্থিত ছিলেন,ক্লিন সিটি সিলেট এর সহকারী প্রধান-২- নাফিসা ইফতেখার, সহকারী অর্থ সম্পাদক- শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক(অন-লাইন)-রাকুল সিনহা,দাপ্তরিক সম্পাদক – পাবেল আহমদ, প্রচার সম্পাদক (অফ-লাইন)- রুহুল আমিন, লজিস্টিক সেক্টর- মাঈনউদ্দিন, টিম অব মিডিয়া- মুন্তাসির ওমর, সহকারী জনসংযোগ ও পরিকল্পনা সেক্টর- উমর ফাহিম, সদস্য- সালমান,তোফায়েল,নাহিন প্রমুখ।