Voice of SYLHET | logo

৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২০শে মার্চ, ২০২৩ ইং

গোলাপগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমন

প্রকাশিত : August 03, 2019, 09:52

গোলাপগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে কানাইঘাট উপজেলার কাঁঠালবাড়ি হাওর দ্বীপ আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।

নৌকা ভ্রমণ, আড্ডা, গানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠেন সবাই। ভ্রমনের ফাকেঁ ফাকেঁ ছিলো ফটোসেশন। হাওরাঞ্চলের লোহাজুরি পাহাড় জামে মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় শেষে নৌকায় ছিল লাঞ্চের ব্যবস্থা।

এর আগে সকাল ১০টায় গোলাপগঞ্জ সুরমা নদীর থানা ঘাট থেকে একটি ইঞ্জিন নৌকা সাংবাদিকদের নিয়ে ছেড়ে যায় কানাইঘাটের কাঁঠালবাড়ি হাওর দ্বীপ অভিমুখে।
গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের নেতৃত্বে ভ্রমণে অংশগ্রহণ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক অধিকারের সিলেট প্রতিনিধি ফয়ছল আহমদ, সমাজসেবী মাওলানা আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমদ, সাপ্তাহিক বাংলার মাটি প্রতিনিধি কামিল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জিবি বার্তার প্রতিনিধি তামিম আহমদ প্রমুখ।

সকল আনুষ্ঠানিকতা শেষে প্রবল আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে গোলাপগঞ্জ শহরে ফিরেন সবাই। তারপরও আনন্দের হিল্লোল রয়ে যায়। কবিগুরু রবী ঠাকুকেরর ছোট গল্পের মতোই ‘শেষ হইয়াও হইলোনা শেষ’।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 953 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।