দোয়ারা প্রতিনিধি :দোয়ারাবাজারে সু-সেবা নেটওয়ার্কিং এর ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগীতায় এবং কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিসিয়েটিভ এর কারিগরী-সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম।
আরোও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, সুসেবা নেটওয়ার্কিং আহবায়ক কমিটির সদস্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, সাংবাদিক মো. আশিক মিয়া, সুসেবা নেটওয়ার্কিং কমিটির সভাপতি নাছিমা আক্তার, সহ সভাপতি তাসলিমা আক্তার, সম্পাদক নাছরিন আক্তার, অর্থ সম্পাদক রেহেনা বেগম, কার্যকরি সদস্য উম্মে কুলছুম, নাছিমা বেগম, হাসিনা বেগম, সাধারণ সদস্য নিয়তি রানি দাস,আছমা বেগম, ফাহিমা বেগম, মৌসুমি রানি দাস প্রমুখ।