পবিপ্রবি প্রতিনিধি: আগষ্ট মাসের প্রথম দিনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ্যানিমাল স্যায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন জনাব প্রফেসর ড.মামুনুর রশীদ এর সভাপতিত্বে (বরিশাল ক্যাম্পাস) একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ড. প্রবীর কুমার মিত্র, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ড.অসীত কুমার পাল, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ শামসুজ্জোহাসহ অনুষদের অনান্য শিক্ষক ও শিক্ষিকাগণ।
এ সময় তারা স্মরণ করেন “পঁচাত্তরের পনেরই আগষ্টে শাহাদাৎ বরণ করা বঙ্গবন্ধু ও তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল সহ সকল শহীদদের”।