নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, শহরতলীর মালনিছড়া সন্ন্যাসী টিলা এলাকার সুরেন দাসের ছেলে জীবন দাস ও অজ্ঞদ বাউড়ির ছেলে রতন বাউড়ি।
বিষয়টি বৃহস্পতিবার (১আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
পুলিশ জানায়, বুধবার (৩১জুলাই) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ উল্লেখিত দু’জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিলেটের বিমানবন্দর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।