শেখ রিদওয়ান হোসাইনঃপ্রতিবারের মতো এবারও ফিফার দ্যা বেস্ট ম্যানস কোচদের নমিনির তালিকা প্রকাশ করেছে ফিফা কর্তৃপক্ষ। তালিকায় ক্লপ,টেন হাগ,তিতে ও পেপ গার্দিওলার মতো কোচ যায়গা করে নিয়েছেন
জুর্গান ক্লপ (লিভারপুল )
পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
মাউরিয়ো পচেত্তিনো ( টট্যেনহাম)
ফার্নান্দো সান্তোস ( পর্তুগাল)
তিতে( ব্রাজিল)
রিচার্ডো গারিসা ( পেরু)
ইরিক টেন হাগ (আয়াক্স)
মার্সেলো গাল্লার্দো( রিভার প্লেট)
দিদিয়ের দিশাম্প( ফ্রান্স)
ডিজামেল বেলমেদি ( আলজেরিয়া)