শেখ রিদওয়ান হোসাইন
সৌম্য মূলত সবার কাছেই পরিচিত হার্ডহিটার ওপেনার হিসেবে। তবে বোলার সৌম্য এখন নিয়মিতই বল করে দলকে এনে দিচ্ছেন মহামূল্যবান উইকেট।
আজকের ম্যাচে সবচেয়ে ভালো বোলিং ফিগার সৌম্যেরই। ৯ ওভার বল করে ৫৬ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান ৩ টি উইকেট।
কুসাল মেন্ডিস ও ম্যাথুসের জুটিটা যখন ভয়ংকর হচ্ছিলো তখন গুরুত্বপূর্ণ ব্যাক-থ্রুটি আসে সৌম্যের কাছ থেকেই। কুসালকে সাব্বিরের হাতে তালুবন্দি করে সাজঘরে ফিরান সৌম্য।
শেষ ওভারে অভিজ্ঞ রুবেলের ১ টি ওভার বাকি থাকলেও তামিম বল তুলে দেন সৌম্যের হাতে। শেষ ওভারে প্রথম ৩ বলে দুই উইকেট তুলে নিয়ে আস্থার প্রতিদানও দেন সৌম্য। টানা দুই বলে সেট থাকা ম্যাথুস ও নতুন ব্যাটসম্যান ধনঞ্জয়াকে ফিরান তিনি। অলরাউন্ডার সৌম্যর এখন ব্যাটের দিকেই চেয়ে আছে বাংলাদেশ।