নিজস্ব সংবাদদাতাঃ কানাইঘাট থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের একদল পুলিশ মঙ্গলবার রাত ৯টায় সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর বাজারটিলা এলাকা থেকে দেড় কেজি গাঁজা সহ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো- লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর বাজারটিলা গ্রামের নজির আহমদের পুত্র আব্দুল মালিক ডালিম (২৫) এবং একই ইউপির কান্দেবপুর গ্রামের মৃত শামসুল হকের পুত্র মোহাম্মদ আলী (২০)
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ জানান, এরা দু’জন মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় থানার এস.আই ইসমাইল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন