বিশেষ প্রতিনিধিঃ
সিলেট-ঢাকা মহাসড়কে পিক-আপ গাড়ী দূর্ঘটনায় সুনামগঞ্জে জগন্নাথপুরের পিকআপ চালক মিটু (২৬) ও ফল ব্যবসায়ী সমর (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল প্রায় ৬টার দিকে উপজেলার মোল্লারগাঁও গ্রাম নিবাসী পিকআপ চালক মিটু সূত্র ধর (২৬) ও জগন্নাথপুর বাজারের ফল ব্যবসায়ি জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই নোয়াগাঁও নিবাসী মো. সমর উদ্দিন (৩০) পিকআপ যোগে উপজেলার
জগন্নাথপুর বাজার থেকে সিলেট যাওয়ার সময় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় সড়কের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত একটি গাছের সাথে ধাক্কা লেগে এই পিকআপ গাড়ীটি দূর্ঘটনা কবলিত হয়ে
চালক মিটু ও ফল ব্যবসায়ি সমর দূর্ঘটনাস্থলে মৃত্যু বরন করে।
উভয় যুবকের লাশ নিজ নিজ গ্রামের বাড়ীতে এসে পৌছেছে। এই মর্মান্তিক ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।